নৌকায় ভোট দিলে কেন্দ্রে যান, তা না হলে কেন্দ্রে যাওয়ার দরকার নেই। সুবিধা ভোগ করবেন নৌকার আর ভোট দেবেন আরেকজনকে এটা হবে না। মেহেরপুর-২ আসনের সাবেক চেয়ারম্যান সহিদুল হক বিশ্বাস ও বর্তমান চেয়ারম্যান মশিউর রহমানের এমন বক্তব্যের দুটি ভিডিও ক্লিপ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে।
তার প্রতিবাদে গাংনীতে সংবাদ সম্মেলন করেছেন মেহেরপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেন। এ হুমকি সুষ্ঠু ভোটের অন্তরায় বলে দাবি করেন তিনি।
ভোট যতো এগিয়ে আসছে মেহেরপুর-২ আসনে গাংনীর উপজেলায় উত্তাপ ছড়াচ্ছে। এ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে সাবেক দুইবারের এমপি ট্রাক প্রতীকে মকবুল হোসেন ও আওয়ামী লীগের নতুন মুখ নৌকার প্রার্থী ডা. আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক সাগরের সঙ্গে। প্রচার-প্রচারণায় পাল্টাপাল্টি বক্তব্যে প্রতিদিনই উত্তাপ ছড়াচ্ছে নেতা-কর্মীদের মাঝে। দুজন আওয়ামী লীগের প্রার্থী হওয়ায় নেতাকর্মীরা বিভক্ত হয়ে পড়েছে দুটি ভাগে। তাদের এমন কর্মকাণ্ডের প্রভাব পড়ছে ভোটারদের মাঝে। কেন্দ্রে গিয়ে তারা তদের ভোটটি প্রদান করতে পারবেন কিনা সেটি নিয়ে শঙ্কা রয়েছে।
সম্প্রতি আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে গণসংযোগকালে বামন্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাস গণসংযোগ চলাকালীন সময়ে প্রকাশ্যে নৌকা প্রতীকে ভোট না দিলে ভোটারদের কেন্দ্রে যেতে নিষেধ করেন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
অপরদিকে রোববার রাতে গণসংযোগ চলাকালীন সময়ে আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতাকর্মীদের উপস্থিতিতে সাহারবাটি বাজারে সাহারবাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান একইভাবে ভোটারদের হুমকি দেন। যেখানে আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।
সেখানেও ভোট কেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ঘরে সিল মারতে হবে নয়তো ভোট কেন্দ্রে যেতে নিষেধ করেন মশিউর রহমান। এ বক্তব্যটিও সামাজিক যোগাযোগ মাধ্যম ভাইরাল হয়।
এ বিষয়ে আওয়ামী লীগ প্রার্থী ডা. আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক সাগর জানান, আমি নির্বাচনী গণসংযোগে ব্যস্ত আছি। কোনো ইউপি চেয়ারম্যান এ ধরনের বক্তব্য দিয়েছেন কিনা আমার জানা নেই। তবে একটি সংবাদ সম্মেলন হয়েছে এটি আমি শুনেছি। নির্বাচনী আইন ভঙ্গ করলে কেউ লিখিত অভিযোগ করতেই পারেন।
সহকারী রিটানিং কর্মকর্তা প্রিতম সাহা জানান, গাংনীর স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেন এ বিষয়ে একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগটি নির্বাচন অনুসন্ধান কমিটির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী পদক্ষেপ তারা গ্রহণ করবেন।