উজবেকিস্তান যাওয়ার আগে নেপালে নারী ফুটবল দল প্রস্তুতি সেরেছে। গতকাল ছিল দ্বিতীয় ম্যাচ। নেপালের বিপক্ষে এই ম্যাচে গোলশূন্য ড্র হয়েছে। দশরথের স্টেডিয়ামে কাল সন্ধ্যায় নেপাল চেষ্টা করেও আরো একটি জয় তুলে নিতে পারেনি। দুই ম্যাচের প্রথমটিতে জিতেছিল নেপাল। বাংলাদেশ হেরেছিল ১-২ গোলে। শেষ মুহূর্তে তহুরা খাতুন গোল করে হারের ব্যবধান কমিয়েছিলেন।
গতকাল দ্বিতীয় খেলায় নেপালের বিপক্ষে গোল হজম করেনি এটাই দলের বড় সফলতা। বাংলাদেশের নারী ফুটবল দল আড়াই বছর আন্তর্জাতিক ম্যাচ থেকে দূরে ছিল করোনার কারণে। সেখান থেকে মুক্ত হয়ে আবার ম্যাচে ফিরেছে। এএফসির খেলায় আছে উজবেকিস্তানে। নারী এশিয়া কাপের বাছাই।
উজবেকিস্তানে যাওয়ার আগে নেপালে প্রস্তুতি নিতে যায় সাবিনা খাতুন, তহুরা খাতুন, কৃষ্ণা রাণী সরকার, নিলুফা, মনিকা, শামসুন নাহার, মারিয়া মান্ডারা। প্রথম ম্যাচ থেকে শিক্ষা নেওয়া ভুলগুলো কাটিয়ে নতুন করে মাঠে নেমেছিলেন কোচ গোলাম রাব্বানী ছোটনরা। এবার তাদের লক্ষ্য এএফসি কাপ। নেপাল থেকে সরাসরি উজবেকিস্তান যাবে সাবিনাদের ফুটবল দল। সেখানে জর্ডান ও ইরানের বিপক্ষে ম্যাচ ১৯ এবং ২২ সেপ্টেম্বর।