গত বছর ১৯ সেপ্টেম্বর নেপালে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। ওই ম্যাচটি ছিল বাংলাদেশের জন্য ঐতিহাসিক। কারণ, সাফ চ্যাম্পিয়শিপের ফাইনালে বাংলাদেশ ৩-১ গোলে স্বাগতিকদের হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল।
ওই ম্যাচের পর এরই মধ্যে কেটে গেছে ৯ মাস। সাবিনা-কৃষ্ণাদের আর মাঠে নামা হয়নি। অলিম্পিক বাছাই থেকে নাম প্রত্যাহার ও সিঙ্গাপুর ও মঙ্গোলিয়ার বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েও হয়নি। যে কারণে দীর্ঘ সময় ধরে খেলার বাইরে সাবিনারা।
অবশেষে মেয়েদের জন্য সুখবর। আগামী জুলাইয়ে তারা মাঠে নামবেন। ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য বাংলাদেশে আসছে নেপালের মেয়েরা। যাদের হারিয়ে সাফ জিতেছিল বাংলাদেশ।
বাফুফের নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ বলেছেন, নেপালের বিপক্ষে বাংলাদেশ দুটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে। একটি হবে ১২ জুলাই, আরেকটি ম্যাচ ১৫ জুলাই। দুটি ম্যাচই হোম ভেন্যুতে খেলবেন সাবিনারা। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ নারী ফুটবল দল মাঠে নামবে ১০ মাস পর।