প্রথমবারের মতো এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল নেপাল। প্রথম ম্যাচে তারা শক্তিশালী পাকিস্তানের মোকাবিলায় বোলিংয়ে শুরুটা ভালোই করেছিল।
এরপর পাক অধিনায়ক বাবর আজম ও ইফতিখার আহমেদের ঝড়ো সেঞ্চুরিতে তারা সাড়ে তিনশ ছোঁয়া পাহাড়সম রানের নিচে চাপা পড়ে। সেই চাপ সামলাতে পারেননি নেপালের ব্যাটাররা।
২৩.৪ ওভারে মাত্র ১০৪ রানেই গুটিয়ে গেছে রোহিত পৌডেলের দল। শিরোপা জয়ের লক্ষ্যে পাকিস্তান পেয়েছে ২৩৮ রানের বড় জয়।