শেরপুরের শ্রীবরদী উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকনিকের ট্রলি খাদে পড়ে দুই কিশোর নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১৩ জন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শ্রীবরদী-লঙ্গরপাড়া সড়কের শ্রীবরদী পৌরসভার কলাকান্দা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— মো. সাইদুল (১৮) উপজেলার খড়িয়াকাজিরচর ইউনিয়নের খড়িয়া গ্রামের সেলিম মিয়ার ছেলে ও আবু তালেবের ছেলে ইসমাইল হোসেন (১৮)।
স্থানীয়রা জানান, পিকনিক করতে মঙ্গলবার দুপুরে শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান ট্রলিতে ঝিনাইগাতীর গারো পাহাড়ের গজনী অবকাশ কেন্দ্রে যান খড়িয়া গ্রামের কয়েকজন। পিকনিক শেষে ওই ট্রলিতেই বাড়ি ফিরছিলেন তারা। পথে কলাকান্দা সেতু এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রলিটি খাদে পড়ে যায়। গুরুতর অবস্থায় কয়েকজনকে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে সাইদুল ও ইসমাইলকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। শ্রীবরদী থানার পরিদর্শক (তদন্ত) আবুল হাশিম জানান, নিহত দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।