ভারতীয় ক্রিকেটে রীতিমত বোমা ফাটালেন প্রধান নির্বাচক চেতন শর্মা। সম্প্রতি জি নিউজের বিশেষ অনুষ্ঠানে ‘গেমওভার’ বোমা ফাটালেন চেতন শর্মা। সেখানে লুকনো ক্যামেরায় সাংবাদিকের সামনে ভারতীয় ক্রিকেটের হাঁড়ির খবর ফাঁস করেছেন তিনি। বিরাট কোহলির অধিনায়কত্ব থেকে ধরে সৌরভ গাঙ্গুলি সহ বিভিন্ন কিছু নিয়ে মন্তব্য করেছেন। এই প্রধান নির্বাচক আরো দাবি করেছেন ফিটনেস পরীক্ষায় পাশ করতে নিষিদ্ধ ইনজেকশনও নেন ভারতের ক্রিকেটাররা।
সৌরভ ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি থাকাকালীন চেতন শর্মা দল নির্বাচক কমিটির প্রধান ছিলেন, এখন আবারও নির্বাচিত হয়েছেন তিনি। জি নিউজের অনুষ্ঠান তিনি দাবি করেন, সৌরভ একসময় ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছিলেন। বিরাটও দিচ্ছিলেন। কে বড়, তা নিয়ে তাদের মধ্যে লড়াই ছিল।
এদিকে ভারতের বিভিন্ন গণমাধ্যমে জানায়, আড্ডা মারার ভঙ্গিতে যেসব কথা তিনি জানিয়েছে, তাতে কেঁপে গিয়েছে ভারতের ক্রিকেট মহল। বিরাট কোহলিদের চূড়ান্ত ফিটনেসের পিছনের ‘আসল রহস্য’ যেমন ফাঁস করেছেন, তেমনই সৌরভ-বিরাট দ্বন্দ্ব, কোহলি ক্যাপ্টেন্সি বিতর্ক নিয়ে বিস্ফোরক কথা শোনা গিয়েছে চেতনের মুখে। বিরাটকে মিথ্যেবাদী বলতেও ছাড়েননি তিনি। আবার সৌরভের যে কোহলিকে পছন্দ ছিল না তাও বললেন।
ভারতের একটি সংবাদ মাধ্যমের স্টিং অপারেশন ক্যামেরায় ধরা পড়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) প্রধান নির্বাচকের অনেক অজানা কথা। সেখানে তিনি দাবি করেছেন ‘এক জন ক্রিকেটারের উপর প্রতি মুহূর্তে নজরে রাখা সম্ভব নয়। তাই কে ইঞ্জেকশন নিচ্ছে তা প্রমাণ করা সম্ভব নয়। দেশের অনেক খেলোয়াড়ের মধ্যেই এই রকম প্রবণতা তৈরি হয়েছে। প্রথম সারির অনেক ক্রিকেটারও পুরো ফিট হতে ইঞ্জেকশন নিয়ে খেলছে। এই ধরনের ইঞ্জেকশনে ডোপ পরীক্ষায় ধরা পড়ার ভয় থাকে না।’
চেতনের এই হাঁড়ির খবর ফাঁসের পর নড়েচড়ে বসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রধান নির্বাচকের বিরুদ্ধে সামনে কোন সিদ্ধান্ত আসবে কিনা তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা।