বাস র্যাপিড ট্রানজিট বা বিআরটি প্রকল্প এখন গলার কাঁটা বলে যে বক্তব্য দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, এর কড়া সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কাদেরকে নির্লজ্জ আখ্যায়িত করে তার পদত্যাগ করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব।
রোববার (১৬ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে-২ এ একটি হোটেলে এক আলোচনা সভায় ফখরুল এই কথা বলেন।
বাংলাদেশ সচেতন নাগরিক ফোরামের আত্মপ্রকাশ অনুষ্ঠানে ‘নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ও বর্তমান প্রেক্ষাপট’ আলোচনা সভার আয়োজন করা হয়।
দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের বলেন, ‘একটা প্রকল্প আমাদের গলার কাঁটা হয়ে গেছে। সেটা হলো বাস র্যাপিড ট্রানজিট প্রকল্প। প্রকল্পটি আমি আসার আগেই নেওয়া হয়েছিল। এটা চিন্তা-ভাবনা করা উচিত ছিল, গাজীপুরে যে রকম রাস্তার অবস্থা, ড্রেনেজ সিস্টেম—ভেরি পুওর। সেখানে এ প্রকল্পটা কতটা বাস্তবসম্মত…ভাবনার ঘাটতি ছিল। যে কারণে আমি বিশ্বব্যাংকের প্রস্তাব নাকচ করে দিয়েছি। বিআরটি প্রকল্প মহাখালী থেকে সদরঘাট পর্যন্ত নিয়ে আসার প্রস্তাব তারা দিয়েছিল, আমি বলেছি এই প্রকল্পের দরকার নেই।’
মন্ত্রীর এই বক্তব্যের সমালোচনা করে সন্ধ্যায় ফখরুল বলেন, ‘কত নির্লজ্জ, এ কথা বলার আগে তার পদত্যাগ করা উচিত ছিল। এই প্রকল্পের মাধ্যমে গত দশ বছর যাবত মানুষকে অসহ্য যন্ত্রণার মধ্যে ফেলেছে।’