নির্বাচন কমিশন কর্তৃক জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের কার্যক্রমের পরিপ্রেক্ষিতে পর্যালোচনা ও সমন্বয়ের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
রোববার (৩ আগস্ট) দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের এই কমিটি করা হয়েছে।
কমিটির সদস্যরা হলেন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব মো. জকোরিয়া, সাবেক উপসচিব সামসুল আলম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য বেলায়েত হোসেন মৃধা।
এর আগে, ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ৩০০ নির্বাচনি এলাকার সীমানা পুনর্নির্ধারণ করে বুধবার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সবশেষ দ্বাদশ সংসদের ২৬১টি আসনের সীমানা বহাল রেখে বাকি ৩৯টি আসনে পরিবর্তন আনার কথা সেখানে বলা হয়েছে।
প্রস্তাবিত আসন সীমানা নিয়ে দাবি ও আপত্তি জানানোর জন্য ১০ অগাস্ট পর্যন্ত আবেদন করা যাবে। সেসব বিষয়ে শুনানি করে বিষয়গুলোর নিষ্পত্তি করা হবে। তারপর ৩০০ নির্বাচনি এলাকার সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশ করবে কমিশন।