নির্বাচনকে লক্ষ্য করে ভালো সাজার চেষ্টা করছে সরকার : ফখরুল

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকার বিদেশি ও দেশের মানুষের কাছে ভালো সাজার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, নির্বাচনকে লক্ষ্য করে বিদেশি ও দেশের মানুষের কাছে ভালো সাজার চেষ্টা করে যাচ্ছে আওয়ামী লীগ। তাদের চরিত্রই এমন। এদের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ আছে।

সাইবার নিরাপত্তা আইন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের নাম পরিবর্তন করে আরেক নিবর্তনমূলক আইন সাইবার সিকিউরিটি অ্যাক্ট করা হচ্ছে। এটা এক ধরনের প্রতারণা। সাইবার সিকিউরিটি অ্যাক্ট করে মানুষকে বোকা বানানোর চেষ্টা হচ্ছে। এমন আইন কোনো ফরম্যাটেই থাকা উচিত না।

পুরোপুরি এই আইন বাতিলের দাবি জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, সরকার দেশের গণতান্ত্রিক আন্দোলন দমাতে সবচেয়ে বড় হাতিয়ার হিসাবে ব্যবহার করছে আদালতকে। আওয়ামী লীগ একতরফা নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে। শিগগিরই এক দফা দাবি আদায়ে যুগপৎ আন্দোলনের ঘোষণা আসবে।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার থাকাকালে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্বাচনে আমাদের যারা প্রার্থী হবেন তাদের জেল দিয়ে যাচ্ছে। দ্রুত বিচার করে রায় দেওয়া হচ্ছে।

 

Related Posts

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.