হত্যার হুমকি তাড়া করছে সালমান-শাহরুখকে। ফলে আগের চেয়ে চলাচল সীমিত করেছেন দুই খান। জন্মদিনেও দেখা দেননি ভক্তদের। এবার দুজনেই মুম্বাই ছেড়ে উড়ে গেলেন ভারতের জামনগরে মুকেশ আম্বানীর পাঁচ তারা বাড়িতে। কৌতূহলীদের মনে প্রশ্ন জেগেছে তবে কি নিরাপত্তার অভাবে আম্বানিদের ডেরায় মাথা গুঁজলেন শাহরুখ সালমান?
ভারেতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্ত্রী গৌরী খান ও ছোটছেলে আব্রামকে নিয়ে উড়ে যান জামনগরে। সেখানকার বিমানবন্দরে বাদশাকে দেখে একেবারে শোরগোল পড়ে যায়।
ঠিক এদিন সকালেই আবার সালমান খান জামনগরের মলে গিয়েছিলেন অনন্ত-রাধিকার সঙ্গে। এরপরই ফিসফাস, তবে কি বিষয়টা নিরাপত্তার? এ কারণেই কি আম্বানির দ্বারস্থ তারা? একসঙ্গেই কি উদযাপন করবেন থার্টি ফার্স্ট নাইট?
তবে সেটি হচ্ছে না। কেননা এরইমধ্যে জামনগর ছেড়েছেন সালমান। জন্মদিন কাটিয়ে জামনগর থেকে ফিরে এসেছেন তিনি। এবার আম্বানিদের নতুন অতিথি শাহরুখ খান এবং গৌরী খান। জানা গিয়েছে, ভান্তারাতেই নতুন বছরকে স্বাগত জানাবেন তারা।