প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, বিএনপিসহ বিরোধী দলকে যদি জনগণ ভোট নাই দেয়, তাহলে সুষ্ঠু নির্বাচন দিতে অসুবিধা কোথায়? নির্দলীয় সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন দিন। তখন দেখবেন, জনগণ কাকে ভোট দেয়। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ শিক্ষক সমিতি ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় শিক্ষক সমাজের উদ্দেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশে অন্যায়-অবিচারের বিরুদ্ধে সামনে যে মহান সংগ্রাম আসছে, তার জন্য শিক্ষক সমাজকেও প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন, শিক্ষক সমাজ সবচেয়ে বেশি অবহেলিত ও নির্যাতিত। আমরা ছোটবেলায় পড়েছি, ‘লেখাপড়া করে যে, গাড়ি-ঘোড়ায় চড়ে সে।’ এখন এসব বাদ দিয়ে সংশোধন করে বলেন, ‘এখন আওয়ামী লীগ করে যে, গাড়ি-ঘোড়ায় চড়ে সে। ছাত্রলীগ-যুবলীগ করে যে, গাড়ি-ঘোড়ায় চড়ে সে।’
জনগণ বিএনপিকে কেন ভোট দেবে- প্রধানমন্ত্রীর এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, ভোট তো জনগণ দেয় না। পুলিশ, র্যাব, বিজিবি ভোট দেয়, সঙ্গে আওয়ামী লীগের সোনার ছেলেরাও দেয়। আর যদি সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে বিএনপিকে ভোট দেবে দেশের মালিক জনগণ। শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ারউল্লাহ চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সভাপতি কাদের গনি চৌধুরী, বিএনপির সহপ্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম প্রমুখ।