দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের কাছে সময় চেয়ে আবেদন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সব শর্ত পূরণ করতে তাদের মাস দুয়েক সময় লাগবে বলে জানান দলটির নেতারা। নতুন দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশন ২০ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দিলেও, বিষয়টি নিয়ে ইসির সঙ্গে আলোচনা চায় এনসিপি।
নতুন রাজনৈতিক দল গড়ার দেড় মাস পার করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নতুন কোনো দলকে নির্বাচন করতে হলে নিবন্ধনের বাধ্যবাধকতা রয়েছে। আর নিবন্ধনের জন্য কিছু নিয়ম বেঁধে দিয়েছে ইসি। আর এবার নতুন দলের নিবন্ধনের জন্য চলতি মাসের ২০ তারিখ পর্যন্ত সময় বেঁধে দেয় নির্বাচন কমিশন।
গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নিবন্ধন পেতে দেশের অন্তত এক তৃতীয়াংশ জেলায় এবং একশ’টি উপজেলায় দলীয় কার্যালয় থাকতে হবে। অন্তত দুইশ’ ভোটারের স্বাক্ষরসহ সমর্থন থাকতে হবে। বিগত সংসদে প্রতিনিধিত্ব করেছেন এমন একজন সাংসদের সমর্থন থাকতে হবে।
তবে ২০ তারিখের মধ্যেই এসব শর্ত পূরণ করা সম্ভব নয় বলে মনে করছেন এনসিপি নেতারা। তবে আগামী দুই মাসের মধ্যে শর্তগুলো পূরণ করে নিবন্ধনের আবেদন করতে চায় এনসিপি।
এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদ বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশের শর্তগুলোকে জটিল। এই আদেশের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের সাথে আলোচনায় বসতে চায় এনসিপি। তবে আগামী দু’মাসের মধ্যে দলীয় প্রতীক চূড়ান্ত করার কথাও জানান তারা।
দল নিবন্ধনের শর্ত শিথিল না হলেও, বিদ্যমান নিয়মেই নিবন্ধনের প্রস্তুতিও আছে বলেও জানিয়েছেন তুষার ও মাসউদ। তবে ২০ এপ্রিলের আগেই প্রবাসী ভোট, নির্বাচনের পরিকল্পনা, নিবন্ধনের শর্ত শিথিল করা ও কমিশন পুনর্গঠনসহ নানা বিষয়ে নির্বাচন কমিশনারের সাথে আলোচনায় আগ্রহী জাতীয় নাগরিক পার্টি।