বুধবার (১৫ মে) গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া শহরে হামাসের সঙ্গে লড়াইয়ে প্রাণ হারিয়েছে ইসরায়েলের ৫ সেনা।গ
ত বছরের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটি একসঙে্গ সবচেয়ে বেশি ইসরায়েলি সেনা নিহত হওয়ার অন্যতম ঘটনা।
ইসরায়েলের সামরিক বাহিনীর বরাত দিয়ে দেশটির গণমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ভুলক্রমে ইসরায়েলি বাহিনীর ট্যাংক থেকে ছোড়া গোলা ওই সেনাদের ওপর গিয়ে পড়ে, এতে ঘটনাস্থলেই ৫ ইসরায়েলি সেনা নিহত এবং আরো ৭ সেনা গুরুতর আহত হয়েছে।
এর আগে ইসরায়েলি বাহিনী জাবালিয়া ছেড়ে গেছিল, কিন্তু চলতি সপ্তাহে তারা আবার শহরটিতে প্রবেশ করেছে। ইসরায়েলি বাহিনীর দাবি, হামাসের যোদ্ধারা এখানে ফের সংগঠিত হয়েছে।
জাবালিয়ায় গত শনিবার বিমান হামলা চালিয়ে অভিযান শুরু করে ইসরায়েলের সামরিক বাহিনী- আইডিএফ। তখন থেকে হাজার হাজার বেসামরিক ফিলিস্তিনি শহরটি ছেড়ে পালিয়ে গেছে। গত সোমবার ইসরায়েলি সেনারা ফের জাবালিয়ায় প্রবেশ করে।
গত কয়েকদিন ধরে এখানে ও গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় দুই পক্ষের মধ্যে তীব্র লড়াই চলছে। গাজার ২৩ লাখ বাসিন্দার প্রায় অর্ধেক রাফায় আশ্রয় নিয়ে আছে।