ভক্ত-দর্শকের কাছে তিনিই সেরা। তার ধারেকাছেও কেউ নেই এমনটিই অনেকে বিশ্বাস করেন। কিন্তু বলিউড বাদশা শাহরুখের কাছে কে সেরা? এমন প্রশ্নের জবাবে নিজেকে নিজেই সর্বশ্রেষ্ঠ আখ্যা দিলেন কিং খান! শুধু তাই নয়, প্রতিযোগিতায় তার দূর-দূরান্তেও কেউ নেই এমনটিও জানালেন।
সম্প্রতি শাহরুখের একটি সাক্ষাৎকার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানেই তাকে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব মন্তব্য করতে দেখা যায়। উপস্থাপনায় কে সেরা? ঝটপট উত্তরে কিং খান বলেন, ‘সত্যি বলছি আমার থেকে ভালো কেউ না। আমি একটুও মজা করছি না। যে ধরনের গুণ শো পরিচালনা করতে গেলে লাগবে, সেটা সকলের থাকে না।’
এরপর নিজেই ব্যাখ্যা দেন কেন তিনি সেরা। তার কথায়, ‘আমায় কারোর কথা শুনতে হয় না, টেলিপ্রম্পটার ব্যবহার করতে হয় না। শেষ মুহূর্তে যদি কিছু বদলেও যায় আমি সেটাই করতে পারি। সব কিছু যদি ওলটপালট হয়ে যায় তাও অসুবিধা নেই। আমি এগুলো ম্যানেজ করে নিই।’
নিজের গুণগান গেয়ে তার সংযোজন, ‘আমি নাচ করতে পারি। ইংরেজি বলতে পারি, হিন্দি বলতে পারি, মাঝেমধ্যে কমেডিও করি। আমার ধারেকাছেও কেউ নেই।’
যদিও পুরো বিষয়টি ছিল মজার ছলে বলা। তারপরও শাহরুখের এই কথায় অনেকেই সহমত পোষণ করেছেন। আবার কেউ কেউ একে অ্যাটিটিউড হিসেবেও নিয়েছেন।উল্লেখ্য, ‘পাঠান’-এর সাফল্যে ভাসছেন শাহরুখ খান। আগামীতে তাকে দেখা যাবে তামিল পরিচালক অ্যাটলি কুমার পরিচালিত ‘জওয়ান’ ছবিতে। বর্তমানে রাজ কুমার হিরানির ‘ডাঙ্কি’ ছবির গানের শুটিং নিয়ে ব্যস্ত আছেন অভিনেতা। এতে তার বিপরীতে দেখা যাবে বলিউড অভিনেত্রী তাপসী পান্নুকে।