একটি তত্ত্বাবধায় সরকার গঠন করে নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন মিয়ানমারের সামরিক শাসক মিন অং হ্লাইং। রবিবার (১ আগস্ট) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এ তথ্য জানানো হয়।
রবিবার নিজের বক্তৃতায় মিন অং হ্লাইং জানান, ২০২৩ সালের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। তার প্রশাসন মিয়ানমারের ভবিষ্যৎ আঞ্চলিক দূতদের সঙ্গে কাজ করতে প্রস্তুত।
অং সান সূচির ক্ষমতাসীন দলকে ক্ষমতা থেকে সরিয়ে সেনা অভ্যুত্থানের ঠিক ছয় মাসের মাথায় এই ঘোষণা দিলেন সেনাপ্রধান। সেনাবাহিনীর দাবি ছিল নির্বাচনে জালিয়াতি হয়েছে।
সেনা অভ্যুত্থানের পর রাষ্ট্রীয় প্রশাসন কাউন্সিল গঠন করে সভাপতিত্ব করেন মিন অং হ্লাইং। এখন তত্ত্বাবধায়ক সরকার প্রশাসন কাউন্সিলের জায়গায় কাজ করবে।
রাষ্ট্রীয় মায়াওয়াদি টেলিভিশনের এক সংবাদ পাঠক বলেন, “দেশের দায়িত্ব দ্রুত, সহজে এবং কার্যকরভাবে পালনের জন্য রাজ্য প্রশাসন পরিষদকে মিয়ানমারের তত্ত্বাবধায়ক সরকার হিসেবে পুনর্গঠন করা হয়েছে।”
মিন অং হ্লাইং তার বক্তৃতায় গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার পুনরাবৃত্তি করে বলেন, “আমরা ২০২৩ সালের আগস্টের মধ্যে জরুরী অবস্থার বিধান তৈরি”।
তিনি আরও বলেন: “আমি গণতন্ত্র এবং ফেডারেলিজমের উপর ভিত্তি করে একটি ইউনিয়ন প্রতিষ্ঠার গ্যারান্টি দিচ্ছি।”