রাজধানীর মিরপুর থেকে একসঙ্গে নিখোঁজ হওয়া অষ্টম শ্রেণি পড়ুয়া চার কিশোরী বাসায় ফিরেছে।
বৃহস্পতিবার (৩০ মার্চ) রাত ১১টার দিকে তারা মিরপুর ১৩ নম্বরের নিজেদের বাসায় ফেরে।
শুক্রবার (৩১ মার্চ) সকালে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঢাকা মেইলকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি হাফিজুর রহমান জানান, বাসায় ফেরার পর তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা জানিয়েছে অভিভাবকদের সঙ্গে রাগারাগি করে অন্য এক বান্ধবীর বাসায় গিয়েছিল তারা।
জানা যায়, উধাও হয়ে যাওয়া চার শিক্ষার্থী মিরপুর ১৩ নম্বরের বাসিন্দা। তারা চারজনই বান্ধবী। তাদের মধ্যে তিনজন একটি মাদরাসার শিক্ষার্থী, আরেকজন একটি স্কুলে পড়ে।
শিক্ষার্থীরা হলো- কুলসুম, তারমিন আক্তার কল্পনা, সামিয়া ও খুশি। গত মঙ্গলবার (২৮ মার্চ) সকালে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে তারা বাসা থেকে বেরিয়ে আর ফিরে আসেনি।
এ ঘটনায় চারজনের অভিভাবক থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। চার কিশোরীই বের হওয়ার সময় বোরখা পরিহিত ছিলেন বলে জিডিতে উল্লেখ করা হয়।
নিখোঁজ এক শিক্ষার্থীর বাবা জিডিতে বলেছিলেন, মঙ্গলবার সকালে তার মেয়ে মাদরাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। দুপুরের পর তিনি জানতে পারেন তার মেয়ে মাদরাসায় যায়নি। অনেক খোঁজার পর জানতে পারেন তার মেয়ের তিন বান্ধবীও বাসা থেকে বের হয়ে তারাও আর বাসায় ফেরেনি।