বগুড়ার শাজাহানপুরে মেলায় গিয়ে নিখোঁজ শাহরিয়ার ইসলাম রিয়াজ (১৮) নামের এক কলেজছাত্র। রোববার বিকেলে বাড়ি থেকে দুই কিলোমিটার দুরে ভুট্টাখেতে পাওয়া যায় তার লাশ।
রোববার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টায় শাহজাহানপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়ে দেন।
শাহরিয়ার ইসলাম রিয়াজ বগুড়া পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ) ল্যাবরেটরী স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র এবং শাজাহানপুর উপজেলার পরানবাড়িয়া গ্রামের দুবাই প্রবাসী রফিকুল ইসলাম বাবলুর ছেলে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আব্দুল কাদের জিলানী লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের শরীরে ছুরি দিয় আঘাতের অসংখ চিহ্ন রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য রিয়াজের তিন বন্ধুকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
রিয়াজের চাচা রিমন আহম্মেদ বলেন, শনিবার বিকেল ৫ টার দিকে রিয়াজ বাড়ি থেকে বের হয়। বন্ধুদের সাথে শাজাহানপুর উপজেলার বিব্লক বন্দরে ক্ষুদ্র ও কুঠির শিল্প মেলায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় রিয়াজ। সন্ধ্যা পর্যন্ত তাকে মেলাতে দেখেছে পরিচিতজনদের অনেকেই। রাতে আর বাড়ি ফিরেনি রিয়াজ সকাল থেকে বিভিন্নভাবে সন্ধান করা হচ্ছিলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দিয়েও সন্ধান চাওয়া হয় রিয়াজের।
রোববার সারাদিন সন্ধান দিতে পারেননি কেউ। বিকেল ৫ টার দিকে পরানবাড়িয়া গ্রাম থেকে দুই কিলোমিটার দুরে রামপুর গ্রামের একটি ভুট্টা খেতে স্থানীয় লোকজন লাশের সন্ধান পান। লোক মুখে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে রিয়াজের লাশ সনাক্ত করি।
শাজাহানপুর থানার ওসি বলেন, শনিবার রাতে রিয়াজের শরিরে ছুরি দিয়ে অসংখ্য আঘাত করে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। তবে হত্যার কোন ক্লু পাওয়া যায়নি এখনি। পুলিশ হেফাজতে নেয়া তিন বন্ধুকে জিজ্ঞাসাবাদ করলে ক্লু পাওয়া যেতে পারে।