শুক্রবার (৪ এপ্রিল) দুপুর দেড়টার দিকে মেঘনা নদীর ভাটি বলাকী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ফারুক হোসেন নারায়ণগঞ্জের সানারপাড় এলাকার আতিক হোসেনের ছেলে। তিনি নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করে ভার্সিটিতে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
এর আগে, গেল বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে মেঘনা নদীর গজারিয়া অংশের তেতৈতলা এলাকায় বন্ধুদের সঙ্গে গোসল করতে পানিতে নেমে তিনি নিখোঁজ হন।
নিহত শিক্ষার্থীর বন্ধু জহিরুল ইসলাম বলেন, গেল বুধবার তেতৈতলা এলাকায় আমরা ২২ জন মেঘনা সেতুর নিচে বনভোজনে আসি। বিকেল সাড়ে ৪টার দিকে ফারুক, আমিসহ ছয় বন্ধু গোসল করার জন্য মেঘনা নদীতে নামি। আমরা পাঁচ বন্ধু গোসল করে উপরে উঠে যাওয়ার সময় ফারুক আরও কিছুক্ষণ পানিতে থাকে। এরপর পানিতে ডুব দিয়ে সে দীর্ঘক্ষণেও উপরে না উঠলে বিষয়টি আমাদের সন্দেহ হয়। আমরা তাকে খোঁজাখুঁজি শুরু করি। একপর্যায়ে তাকে না পেয়ে স্থানীয় প্রশাসনকে জানাই।
নিহতের বাবা আতিক হোসেন বলেন, শুক্রবার সকালে স্থানীয় লোকজন নদীতে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।
গজারিয়া নৌপুলিশের ইনচার্জ মাহবুব আলম বলেন, খবর পাওয়া মাত্রই পুলিশ পাঠানো হয়। আমরা মরদেহটি উদ্ধার করেছি। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।