ভোলার লালমোহন উপজেলায় নিখোঁজের দুদিন পর অর্ধনগ্ন অবস্থায় স্বপ্না বেগম (২৯) নামে এক বাক প্রতিবন্ধী নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে লালমোহন ইউনিয়নের দক্ষিণ ফুলবাগিচা গ্রামে বাবাবাড়ির পার্শ্ববর্তী একটি নির্জন বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্বপ্না ওই গ্রামের আলমগীরের মেয়ে এবং একই উপজেলার পশ্চিম চর উম্মেদ ইউনিয়নের শুক্কু আলীর স্ত্রী।
স্বপ্নার বাবা আলমগীর হোসেন বলেন, ১০ বছর আগে তার বাকপ্রতিবন্ধী মেয়ে স্বপ্নার বিয়ে দেন চর উম্মেদ ইউনিয়নের শুক্কুর আলীর সঙ্গে। তার মেয়ের এক ছেলে ও এক মেয়ে আছে। গত কয়েক মাস আগে স্বপ্নার স্বামী দ্বিতীয় বিয়ে করে খাগড়াছড়িতে থাকেন। তাদের কোনো খোঁজ খবর নেন না। পরে স্বপ্না ছেলে ও মেয়ে নিয়ে বাবাবাড়িতে থাকেন। রোববার থেকে স্বপ্নাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন জাগায় খোঁজ করেও সন্ধান মেলেনি।
স্বপ্না আরও বলেন, আমার ছেলে ও ভাতিজা মঙ্গলবার দুপুরে স্বপ্নাকে খুঁজতে নির্জন একটি বাগানের ডোবায় স্বপ্নার মরদেহ দেখতে পেয়ে ডাকচিৎকার শুরু করে। স্থানীয়রা ছুটে এসে পুলিশে খবর দেন।
লালমোহন থানার পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন জাগো নিউজকে বলেন, খবর পেয়ে আমরা নিহতের মরদেহ উদ্ধার করে থানা নিয়ে আসি। ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।