দিনাজপুরে নিখোঁজের তিনদিন পর শাহরিন আলম বিপুল (১৮) নামে এক কলেজছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার হয়েছে। সোমবার (৬ মার্চ) বিকেল ৩টার সময় দিনাজপুর স্টেডিয়ামের গ্যালারির পেছন থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
শাহরিন আলম বিপুল সদর উপজেলার ৯নং আস্করপুর ইউনিয়নের দক্ষিণ গোবিন্দপুর গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে। সে দিনাজপুর সরকারি সিটি কলেজের মানবিক প্রথম বর্ষের ছাত্র।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানান, নিহত শাহরিন আলম বিপুলের বড় ভাই শাহরিয়ার আলম ৪ মার্চ তার ছোট ভাই নিখোঁজ হয়েছে বলে থানায় জিডি করেন। এরপর পুলিশ সব ধরনের চেষ্টা করেও তার কোনো সন্ধান পায়নি। সোমাবার দুপুরে পুলহাটে দিনাজপুর স্টেডিয়ামের গ্যালারির পেছনে মরদেহ পড়ে আছে বলে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ মরদেহ উদ্ধারের পর তার পরিচয় নিশ্চিত হয় এটি নিখোঁজ শাহরিন আলম বিপুলের মরদেহ।
ওসি আরও জানান, মরদেহে পচন ধরেছে। সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
নিহত শাহরিন আলম বিপুলের বড় ভাই শাহরিয়ার আলম জানান, তার ছোট ভাই শনিবার সকালে বাড়ি থেকে মোবাইলে কথা বলতে বলতে বের হয়। এ সময় সে উত্তেজিত হয়ে মোবাইলে কথা বলছিল। মনে হচ্ছিল তাকে কেউ মেরে ফেলার হুমকি দিচ্ছিল। মরদেহের গালে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে।