টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে অলস সময় কাটাতে হবে দলের বাইরে থাকা ক্রিকেটারদের। তবে বিশ্বকাপের পরপরই শুরু হবে টেস্টে বাংলাদেশের ব্যস্ততা। তাই শুধু টেস্ট দলের ক্রিকেটাররা যাতে খেলার মধ্যে থাকতে পারে এজন্য পাকিস্তান ‘এ’ দল ও নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ ‘এ’ দল।
আজ বুধবার মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ের সামনে এই পরিকল্পনার কথা জানিয়েছেন সংস্থাটির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। মে মাসের তৃতীয় সপ্তাহ থেকে জুলাই পর্যন্ত ফাঁকা সূচি থাকায় তিনটি সিরিজ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। সূচি চূড়ান্ত না হলেও জুনে পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। এরপর বাংলাদেশে খেলতে আসবে পাকিস্তান ‘এ’ দল।
ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘আমাদের ‘এ’ দলের খেলা আছে। পাকিস্তানের সঙ্গে হোম অ্যান্ড অ্যাওয়ে দুটি সিরিজ আছে। নিউজিল্যান্ড ‘এ’ দল আসবে সেপ্টেম্বরের শেষের দিকে। সামনে আমাদের অনেকগুলো টেস্ট ম্যাচ আছে। এজন্য আমরা একটি পরিকল্পনা সাজাচ্ছি।’
বিশ্বকাপ শেষে দলকে মূল মনোযোগ দিতে হবে টেস্ট ক্রিকেটে। আইসিসির ভবিষ্যৎ সফরসূচি অনুযায়ী, চলতি বছর পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। মুমিনুল হক, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেনের মতো লাল বলের ক্রিকেটারদের প্রস্তুতির জন্য তাই ‘এ’ দলের সিরিজ আয়োজন করছে বিসিবি।
এর আগে, সর্বশেষ প্রায় ১ বছর আগে খেলেছে বাংলাদেশ ‘এ’ দল। ২০২৩ সালের মে-জুনে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল বাংলাদেশ ‘এ’ দল। এরপর জুলাইয়ে শ্রীলঙ্কায় এসিসি ইমার্জিং কাপে খেলে ‘এ’ দল।