নিউজিল্যান্ডের বিপক্ষে গতকাল তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছিল আরব আমিরাত। প্রথম ম্যাচে জয়ের কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত হারলেও গতকাল আর তা হতে দেয়নি স্বাগতিকরা। কিউইদের বিপক্ষে জয় পেয়েছে ৭ উইকেট আর ২৬ বল হাতে রেখেই। এমন দাপুটে জয়ের দিনে দারুণ এক ইতিহাসও তৈরি করেছে তারা।
ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে গতকালই প্রথম নিইউলিন্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে আমিরাত। একই সঙ্গে আফগানিস্তান, জিম্বাবুয়ে এবং আয়ারল্যান্ডের বাইরে আইসিসির পূর্ণ সদস্য দেশের বিপক্ষেও এটি তাদের প্রথম জয়।
এদিকে আমিরাতের ইতিহাস গড়ার দিনে নিজেদের একটি রেকর্ড হাতছাড়া করেছে নিউজিল্যান্ড। এতদিন কিউইরাই ছিল একমাত্র টেস্ট খেলুড়ে দেশ যারা আইসিসির কোনো সহযোগী সদস্য দেশের কাছে হারেনি।
গতকাল দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে আমিরাতকে ১৪৩ রানের লক্ষ্য বেঁধে দেয় নিউজিল্যান্ড। এদিন বল হাতে আমিরাতের ১৭ বছর বয়সী বোলার আয়ান আফজাল ২০ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট।
এদিকে লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি আমিরাতের। প্রথম ওভারেই এক ওপেনারকে হারায় তারা। তবে আরেক ওপেনার মোহাম্মদ ওয়াসিমের ২৯ বলে ৫৫ রানের ঝোড়ো ইনিংসে জয়ের ভিত্তি পায় তারা। ৪টি চার এবং ৩টি ছয়ে ৫৫ রান করে ওয়াসিম আউট হওয়ার পর বাকি কাজটুকু করেন আসিফ খান। তিনিও খেলেন ২৯ বলে ৪৮ রানের এক অপরাজিত ইনিংস। ফলে ২৬ বল হাতে রেখেই ঐতিহাসিক এক জয় পায় আমিরাত।
আজ সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।