চলে গেলেন বাংলাদেশ ক্রিকেটের ‘গাব্বার সিং’ খ্যাত সাবেক ক্রিকেটার মাহমুদুল হাসান সাজু। ঢাকার একটি হাসপাতালে শনিবার (১১ জুন) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
একসময় ঢাকা লিগের নিয়মিত মুখ সাজু খেলোয়াড়ি জীবনে মোহামেডান এবং ইয়ং পেগাসাসের হয়ে খেলেছেন। ঢাকা লিগে দুর্দান্ত সুইংয়ের জন্য খ্যাতি ছিল মিডিয়াম পেস বোলার সাজুর। জাতীয় দলের হয়ে কখনো খেলা হয়নি। ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ সময় মোহামেডানের সাদা-কালো সঙ্গী ছিল তার। ক্রিকেট ছাড়া অন্য খেলাতেও প্রবল আগ্রহ ছিল সাজুর, আজিমপুরে বেড়ে ওঠার দিনগুলোতে নিয়মিত খেলতেন টেবিল টেনিস।
খেলোয়াড়ি জীবন শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে যুক্ত ছিলেন সাজু। ২০০৭ সালে ঘরোয়া ক্রিকেটকে ঢেলে সাজাতে গঠিত বিসিবির বিশেষ কমিটির অন্যতম সদস্য ছিলেন তিনি।
বিচিত্র গোঁফের কারণে সতীর্থরা তাকে ‘গাব্বার সিং’ নামে সম্বোধন করত। তখন থেকেই ঢাকাই ক্রিকেটের গাব্বার সিং হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যায় তার নাম।
মাহমুদুল হাসান সাজুর মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং তার সাবেক ক্লাব মোহামেডান শোক প্রকাশ করেছে।