দেশের সরকারি ও বেসরকারি নার্সিং এবং মিডওয়াইফারি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির তারিখ পরিবর্তন করেছে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল।
রোববার (১৬ এপ্রিল) বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) এবং কেন্দ্রীয় ভর্তি কমিটি সদস্য-সচিব রাশিদা আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গত ৬ এপ্রিল কেন্দ্রীয় ভর্তি কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অধীনে অনুষ্ঠিতব্য ২০২২-২৩ শিক্ষাবর্ষের ৪ বছর মেয়াদি ব্যাচেলর অব সাইন্স ইন নার্সিং (বি এস সি) ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের ভর্তি পরীক্ষা ১৯ মে পরিবর্তে আগামী শুক্রবার (২৬ মে) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এর আগে গত মাসে আগামী ১৯ মে পরীক্ষা গ্রহণের তারিখ জানিয়ে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল। বিজ্ঞপ্তি অনুযায়ী ভর্তির জন্য গত ১৫ মার্চ থেকে অনলাইনে আবেদন শুরুর পর আবেদন গ্রহণ শেষ হয় ১৩ এপ্রিল।
ভর্তিচ্ছুরা সর্বশেষ অনলাইনে ১৫ এপ্রিল পর্যন্ত আবেদন ফি জমা দেওয়ার সুযোগ পায়। মঙ্গলবার (১ মে ২০২৩) সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা অনলাইনে তাদের প্রবেশপত্র ডাউনলোড করার সুযোগ পাবেন।
তবে নতুন নির্দেশন অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার (২৬ মে) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত।