বাংলাদেশের ফুটবলে নতুন সংগঠক আতাউর রহমান ভুঁইয়া মানিক। কাজী সালাউদ্দিনের প্যানেল থেকে সহ-সভাপতি নির্বাচিত হওয়ার ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন। ডেভেলপমেন্ট কমিটির পাশাপাশি এবার নারী ফুটবলেও যুক্ত হলেন আতাউর রহমান ভুঁইয়া মানিক।
আসন্ন নারী ফুটবল লিগে আতাউর রহমান ভুঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব অংশ নেবে। জাতীয় দলের সাতজন ফুটবলার রয়েছে এই দলে। মানিকের নিজের নামের কলেজটি তার নিজ জেলায় নোয়াখালীর সোনাইমুড়ীতে। নারী ফুটবলে দল গড়ার পেছনে কারণ সম্পর্কে এই সংগঠক বলেন, ‘আমার এলাকার শিক্ষার মান উন্নয়নে রাখছে এই কলেজ। কলেজের নামে এই দল নারী নেতৃত্ব বিকাশ ও ক্রীড়াঙ্গনেও ভুমিকা রাখবে।’
প্রথমবারের মতো দল গড়েই চ্যাম্পিয়ন হওয়ার আশা মানিকের, ‘আমরা চ্যাম্পিয়ন হতে চাই। সেই লক্ষ্যে দল গড়েছি।’ মানিকের দলের চ্যাম্পিয়ন হওয়ার জন্য ফাইট করতে হবে বসুন্ধরা কিংসের সঙ্গে। কিংসে জাতীয় নারী ফুটবল দলের দশের অধিক সিনিয়র ফুটবলার রয়েছেন।
২৭ মার্চ থেকে শুরু হতে যাওয়া এই লিগে কিংস ও আতাউর রহমান ভুঁইয়া কলেজ স্পোর্টিংয়ের মধ্যেই মুলত ট্রফির লড়াই হবে। আজ সোমবার রাজধানীর ঢাকা ক্লাবে আতাউর রহমান ভুঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাবের জার্সি উন্মোচন ও খেলোয়াড় পরিচিত করানো হয়। মার্জিয়াকে অধিনায়ক করা হয়েছে। অধিনায়ক তার প্রতিক্রিয়ায় বলেন, ‘আমরা চ্যাম্পিয়ন হতে চাই। সবাই দোয়া করবেন।’
আতাউর রহমান ভুঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাবের ফুটবলাররা হলেন- সাথী বিশ্বাস, মিলি আক্তার, স্বর্না রানী মন্ডল, নাজমা, আফ্রিদা খন্দকার, সুরমা জান্নাত, আলিনা খাতুন, উন্নতি খাতুন, সোহাগী কিসকু, ইতি খাতুন, নাসরীন আক্তার, মার্জিয়া, নুসরাত জাহান বৃষ্টি, মাহফুজা খাতুন, নওশিন জাহান, সাজেদা খাতুন হালিমা আক্তার, রুপা আক্তার, অনু চিং, সাজেদা রিপা, স্বপ্না রাণী ও অনিকা তানজুম।