প্রথমবারের মতো ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে নারী ক্রিকেট। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের উত্তাপ পুরো ক্রিকেট বিশ্ব জুড়ে রয়েছে। দীর্ঘ ১৫ বছর ধরে পুরুষদের আইপিএল অনুষ্ঠিত হয়ে আসলেও বিসিসিআই নারী আইপিএল আয়োজন করতে পারেনি। অবশেষে আজ সেই আক্ষেপ ফুরাতে যাচ্ছে ক্রিকেট প্রেমীদের। এবার এই প্রথম মাঠে গড়াতে যাচ্ছে উইমেন্স প্রিমিয়ার লিগ (নারী আইপিএল) এর প্রথম আসর।
আজ (শনিবার) ৪ মার্চ থেকে মুম্বাইয়ে শুরু হবে এই টুর্নামেন্ট। যেখানে গুজরাট জায়ান্টস ও মুম্বাই ইন্ডিয়ান্স উদ্বোধনী ম্যাচে লড়বে। মহিলা প্রিমিয়ার লিগের নিলামে সবচেয়ে দামী ক্রিকেটার স্মৃতি মন্ধানা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাঁকে ৩.৪ কোটিতে কিনে নেয়। এরপর রয়েছে অজি তারকা অ্যাশলে গার্ডনার। এই অলরাউন্ডারকে গুজরাট জায়ান্টস ৩.২ কোটিতে কিনে নিয়েছে।
পাঁচটি ফ্র্যাঞ্চাইজি (MI, RCB, DC, GG এবং UP Warriors) লিগ পর্বে চারটি হোম এবং চারটি অ্যাওয়ে ম্যাচ খেলবে। লিগ পর্বের পর শীর্ষ-তিনটি দল পরবর্তী রাউন্ডের জন্য যোগ্যতা অর্জন করবে। আর টেবলের শীর্ষে যারা থাকবে, তারা সরাসরি ফাইনাল খেলবে। বাকিরা ফাইনালে যাওয়ার জন্য এলিমিনেটর ম্যাচে একে অপরের মুখোমুখি হবে।
নারী প্রিমিয়ার লিগের দল এবং স্কোয়াড
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB):
স্মৃতি মন্ধানা, সোফি ডিভাইন, এলিস পেরি, রেণুকা সিং ঠাকুর, রিচা ঘোষ, ইরিন বার্নস, দিশা কাসাট, ইন্দ্রানী রায়, শ্রেয়াঙ্কা পাতিল, কণিকা আহুজা, আশা শোবানা, হেদার নাইট, ডেন ভ্যান নিকের্ক, প্রীতি বোস, পুনম জামান্নার, মেগান শুট, সাহানা পাওয়ার।
দিল্লি ক্যাপিটালস (DC):
জেমিমা রডরিগেস, মেগ ল্যানিং, শেফালি বর্মা, রাধা যাদব, শিখা পান্ডে, মারিজান ক্যাপ, তিতাস সাধু, অ্যালিস ক্যাপসি, তারা নরিস, লরা হ্যারিস, জাসিয়া আক্তার, মিন্নু মান, তানিয়া ভাটিয়া, পুনম যাদব, জেস জোনাসেন, স্নেহা দীপ্তি, অরুন্ধ রেড্ডি , অপর্ণা মন্ডল।
মুম্বাই ইন্ডিয়ান্স (MI):
হরমনপ্রীত কাউর, ন্যাট সাইভার, অ্যামেলিয়া কের, পূজা বস্ত্রকার, ইয়াস্তিকা ভাটিয়া, হিদার গ্রাহাম, ইসাবেল ওং, আমানজট কাউর, ধারা গুজ্জর, সাইকা ইশাক, হেইলি ম্যাথুস, ক্লো ট্রায়ন, হুমাইরা কাজী, প্রিয়াঙ্কা বালা, সোনম যাদব, জিন্তিমনি কালিতা, নীলম বিস্ত।
ইউপি ওয়ারিয়র্জ (UP Warriorz):
সোফি একলেস্টোন, দীপ্তি শর্মা, তালিয়া ম্যাকগ্রা, শবনিম ইসমাইল, অ্যালিসা হিলি, অঞ্জলি সারভানি, রাজেশ্বরী গায়কোয়াড়, পার্শ্ববী চোপড়া, শ্বেতা সেরওয়াত, এস যশশ্রী, কিরণ নভগিরে, গ্রেস হ্যারিস, দেবিকা বৈদ্য, লরেন বেল, লক্ষ্মী যাদব, সিমরন শেখ।
গুজরাট জায়ান্টস (GG):
অ্যাশলে গার্ডনার, বেথ মুনি, সোফি ডাঙ্কলে, আনা সাদারল্যান্ড, হার্লিন দেওল, দিয়েন্দ্রা ডটিন, স্নেহ রানা, এস মেঘনা, জর্জিয়া ওয়ারহ্যাম, মানসী জোশি, ডি হেমলতা, মনিকা প্যাটেল, তনুজা কানওয়ার, সুষমা বর্মা, হার্লি গালা, অশ্বনী কুমারী, পারুনিকা সিসোদিয়া, শবনম শাকিল