নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে বিএনপির ৪৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ অক্টোবর) রাত থেকে আজ শনিবার (২৮ অক্টোবর) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া ঢাকার পল্টন থেকে আরও চার বিএনপির নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন।
৪৪ জনকে গ্রেপ্তারের বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা। তবে ঢাকা থেকে চার বিএনপি নেতাকর্মী গ্রেপ্তারের বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন ক্ষোভ প্রকাশ করে বলেন, শুক্রবার রাতে পল্টন থেকে আমাদের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আর জেলাজুড়ে ধরপাকড় চলছেই। বৃহস্পতিবার রাতে আমাদের অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ২৮ অক্টোবরের সমাবেশকে ঘিরে আগের কয়েক দিনে আমাদের আরও ২৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তিনি আরও বলেন, কোনো সুনির্দিষ্ট অভিযোগ বা ওয়ারেন্ট ছাড়াই পুলিশ নেতাকর্মীদের গ্রেপ্তার করে সমাবেশকে দমাতে চাচ্ছে। নেতাকর্মীদের মাঝে ভীতি ছড়িয়ে দিতে চায়। তবে কোনো কিছুই জনস্রোত আটকাতে পারবে না।