নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর থেকে অপহরণের শিকার এক স্কুলছাত্রীকে আটদিন পর ঢাকার সাভার থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সাব্বির (২০) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাতে ওই স্কুলছাত্রীকে উদ্ধার ও অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সাব্বির ফতুল্লা মডেল থানার পশ্চিম মাসদাইরের কালাহাজি বাড়ির ভাড়াটিয়া ফুলমিয়ার ছেলে।
এ ঘটনায় অপহরণের শিকার স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন।
মামলায় উল্লেখ করা হয়, ওই কিশোরী মাসদাইর প্রাইমারি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী। স্কুলে যাতায়াতের সময় প্রায় সময় সাব্বির তাকে কুপ্রস্তাবসহ প্রেম নিবেদন করে আসছিলেন। ১৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে স্কুলছাত্রী প্রাইমারি স্কুল-সংলগ্ন দোকানে গেলে সাব্বির তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যান।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা হুমায়ুন কবির (২) বলেন, অপহরণের শিকার স্কুলছাত্রীকে উদ্ধার ও অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।