সোনারগাঁ উপজেলার শিংলাব এলাকায় আব্দুর রহিম নামে এক ব্যবসায়ীকে অস্ত্রের মুখে তুলে নিয়ে হত্যাচেষ্টা করা হয়েছে। এ ঘটনায় সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ব্যবসায়ীর ছোট ভাই বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার সাদিপুর ইউনিয়নের আন্দারমানিক গ্রামের আব্দুর রহিম একজন ইট ব্যবসায়ী। তার পাশের গ্রামের আমজাদ হোসেন দীর্ঘ দিন ধরে ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় আমজাদ বাহিনীর লোকজন হামলা চালিয়ে আব্দুর রহিমের ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িঘরে ভাঙচুর চালায়। এ ঘটনায় আব্দুর রহিম বাদী হয়ে আদালতে একটি মামলা করেন। মামলায় আসামিরা সম্প্রতি জামিনে বের হয়ে আসেন।
শুক্রবার আব্দুর রহিম একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে পূর্ব পরিকল্পিতভাবে তার পথরোধ করে আমজাদ হোসেনের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল। তারা পিস্তল ঠেকিয়ে তুলে নিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। খবর পেয়ে স্বজনরা একদল পুলিশ নিয়ে আব্দুর রহিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় সোমবার আহতের ছোট ভাই বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা করেছেন।
অভিযুক্ত আমজাদ হোসেন জানান, এ ঘটনায় আমার লোকজন জড়িত থাকতে পারে। তিনি জড়িত নন বলে দাবি করেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, এ বিষয়ে থানায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।