ফরিদপুরে একটি নারকেল গাছে উঠে জ্ঞান হারায় এক কিশোর। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯- এ ফোন পেয়ে আনুমানিক ৫০ ফুট উচ্চতা বিশিষ্ট নারকেল গাছ থেকে প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টার পর ফরিদপুর ও মধুখালী উপজেলা দমকল বাহিনীর দুটি দল ওই কিশোরকে উদ্ধার করে।
এ ঘটনাটি ঘটেছে ফরিদপুরের মধুখালী পৌরসভার মধুখালি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ সংলগ্ন এলাকায়। ওই কিশোরের নাম জিহান তালুকদার (১৬)। সে মধুখালী পৌরসভার বনমালিদিয়া মহল্লার টমাস তালুকদারের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (২৮ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ছোট ভাইকে নিচে রেখে পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে অবস্থিত আনুমানিক ৫০ ফুট উচ্চতা বিশিষ্ট একটি নারকেল গাছে ওঠে ওই কিশোর। পরে আর নামতে পারেনি। এক পর্যায়ে জিহান গাছেই জ্ঞান হারিয়ে ফেলে। ওই সময় গাছের নিচে অবস্থান করছিল জিহানের ছোট ভাই। সাড়া শব্দ না পেয়ে গাছের নিচে থাকা তার ছোট ভাই স্থানীয়দের জানালে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে ৫ ঘণ্টার চেষ্টার পর তাকে উদ্ধার করে।
মধুখালী দমকল বাহিনীর সাব অফিসার মো. বাকি বিল্লাহ বলেন, রাত সাড়ে ১০টার দিকে জাতীয় জরুরি সেবা থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। তবে গাছটি অনেক বড় থাকায় এবং উদ্ধারের সহায়ক যন্ত্রপাতি না থাকায় ফরিদপুর দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। পরে ফরিদরপুর দমকল বাহিনীর সহায়তায় রাত দেড়টার দিকে কিশোরটিকে উদ্ধার করে মধুখালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।
ফরিদপুর দমকল বাহিনীর স্টেশন ম্যানেজার সুভাষ বাড়ই বলেন, উদ্ধার সরঞ্জাম না থাকায় মধুখালী দমকল বাহিনীর মাধ্যমে খবর পেয়ে বড় মই নিয়ে ঘটনাস্থলে গিয়ে মধুখালির সঙ্গে সমন্বয় করে কিশোরটিকে উদ্ধার করা হয়।
মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা কবির সরদার বলেন, রাত দেড়টার দিকে ওই কিশোরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। আনার পর সে সুস্থ হয়ে যায়। বুধবার (২৯ মার্চ) সকালে সে তার বড় ভাইয়ের সঙ্গে হাসপাতাল ত্যাগ করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ওই ছেলেটি ডাব পারতে নারকেল গাছে উঠেছিল। পর জ্ঞান হারিয়ে ফেলায় ফরিদপুর ও মধুখালী দমকল বাহিনীর দুটি দল কিশোরটিকে উদ্ধার করে।