নাটোরের বড়াইগ্রামে অফিস কক্ষে ঢুকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফকে মারধরের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৫ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মালিপাড়া গ্রামের শের আলীর ছেলে ওসমান গণি (৩১), ফজলুল হকের ছেলে আবু বক্কর (২৯) ও উপলশহর গ্রামের আব্বাস আলীর ছেলে জুয়েল রানা (২৬)।
শনিবার (১৬ ডিসেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শরীফ আল রাজীব।
তিনি বলেন, সিসি ক্যামেরা ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িতের প্রমাণ পাওয়ায় তাদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার স্থানীয় একটি মাদরাসায় নিয়োগ সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফের কার্যালয়ে ঢুকে তাকে লাঞ্ছিত ও অফিস ভাঙচুর করে ৩০ থেকে ৩৫ জন যুবক। সেই দিন রাতেই আব্দুর রউফ চারজনের নাম উল্লেখ ও ৩৫ জনকে অজ্ঞাত আসামি করে বড়াইগ্রাম থানায় মামলা দায়ের করেন।