মিনি টিভি সিরিজ ‘যোগ্য শিষ্য’ নাটকে এক চোর ও তার পাঁচ শিষ্যকে নিয়ে নির্মিত হয়েছে । জাকির হোসেন উজ্জ্বলের গল্প ও চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন সবুজ খান। ৬ পর্বের এই নাটকটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা আফফান মিতুল।
অভিনেতা আফফান মিতুল বলেন, ‘আমাকে দর্শকরা সিরিয়াস চরিত্রে বা রোমান্টিক চরিত্রে এতোদিন দেখেছেন, এবার দেখতে পারবে আপাদমস্তক কমেডি চরিত্রে। এর আগে এমন চরিত্রে কখনো অভিনয় করিনি। ’
এক চোর ও তার ৫ শিষ্যকে ঘিরে এর গল্প এগিয়েছে । চোরের ওস্তাদের একমাত্র সুন্দরী মেয়েকে বিয়ে করতে চায় ৫ শিষ্যই! তখন ওস্তাদ শর্ত দেয়, যে রাতে চুরি করে সবচেয়ে বেশি মালামাল, টাকা পয়সা, সোনাদানা তাকে দেবে; তার হাতেই তিনি মেয়েকে তুলে দেবেন।
সিরিজ নাটকটিতে আরও অভিনয় করেছেন মুসাফির সৈয়দ বাচ্চু, হেদায়েত নান্নু, সেলজুক ও তরুণ। ওস্তাদের চরিত্রে ইকবাল হোসেন এবং তার একমাত্র মেয়ের চরিত্রে অভিনয় করেছেন শ্রাবন্তী। আরও দুইটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সূচনা শিকদার এবং তারিক স্বপন।