শনিবার রাতে ইকুয়েডরের রদ্রিগো পাজ এলগাদো স্টেডিয়ামে মুখোমুখি হয় ব্রাজিল ও কলম্বিয়া। নির্ধারিত ৯০ মিনিটে ৩-৩, অতিরিক্ত সময় শেষে ৪-৪ গোলে সমতা থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৫-৪ ব্যবধানে জয় পায় ব্রাজিল।
এছাড়া ব্রাজিলের জয়ে সবচেয়ে বড় অবদান গোলরক্ষক লোরেনার। টাইব্রেকারে দুটি শট ঠেকিয়ে দলকে জয় এনে দেন তিনি। ব্রাজিলের হয়ে গোল করেন মার্তা (২টি), অ্যাঞ্জেলিনা ও আমান্দা। কলম্বিয়ার হয়ে স্কোর করেন কাইসেদো, রামিরেজ, সান্তোস ও একটি আত্মঘাতী গোল উপহার পান তারা।
নারী কোপা আমেরিকার ১০ আসরের মধ্যে ৯ বারই চ্যাম্পিয়ন হলো ব্রাজিল। কলম্বিয়াকে ফাইনালে ৫ বারের ৪ বার হারিয়েছে তারা। তবে বিশ্বকাপ বা অলিম্পিকে এখনো স্বপ্নপূরণ হয়নি। বিশ্বকাপে একবার রানার্সআপ, আর অলিম্পিকে তিনবার রৌপ্য জিতেছে।