হামাসের সঙ্গে ইসরাইলের চলমান সংঘাত নিয়ে বিশ্বের বিভিন্ন জায়গায় উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় নিজেদের নাগরিকদের জন্য ‘বৈশ্বিক নিরাপত্তা সতর্কতা’ করেছে আমেরিকা। বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাফেরা করার পরামর্শ দেওয়া হয়। সম্ভাব্য হামলার শিকার হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে গতকাল বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর তাদের ওয়েবসাইটে এই সতর্কতা জারির কথা জানায়।
সতর্কবার্তায় বলা হয়, ‘বিশ্বের বিভিন্ন স্থানে উত্তেজনা বৃদ্ধি, সম্ভাব্য সন্ত্রাসী হামলা, বিক্ষোভ এবং আমেরিকার নাগরিক ও মার্কিন স্বার্থবিরোধী সহিংস কর্মকাণ্ডের ঝুঁকি বিবেচনা করে বিভিন্ন দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিচ্ছে পররাষ্ট্র দপ্তর।’
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার বোমা হামলায় সাড়ে তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। কিন্তু এরপরও ইসরায়েলকে সমর্থন নিয়ে যাচ্ছে আমেরিকা। এতে করে দেশে দেশে আমেরিকাবিরোধী বিক্ষোভ দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে নাগরিকদের জন্য এমন সতর্কতা দিল দেশটি।
তবে যুক্তরাষ্ট্র কেন এমন সতর্কতা জারি করল এবং এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো হুমকি পেয়েছে কিনা সে সম্পর্কে স্পষ্ট করে কিছুই জানায়নি দেশটি। এর আগে আমেরিকা সর্বশেষ এমন সতর্কতা জারি করেছিল ২০২২ সালে। আফগানিস্তানের কাবুলে আল–কায়েদার নেতা আয়মান আল–জাওয়াহিরকে হত্যা করার পর সে বছরের আগস্টে আমেরিকা দেশটির নাগরিকদের জন্য বৈশ্বিক সতর্কতা জারি করে।