রোববার (২৫ জানুয়ারি) সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার ঘুমধুম সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে ঢেকুবনিয়া, রাইট ক্যাম্প ও বাইশপারি এলাকায় এ ঘটনা ঘটে।
এই ঘটনায় নিরাপত্তার স্বার্থে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছিল স্থানীয়দের। পরে কয়েক দিন গোলাগুলি বন্ধ থাকায় স্বস্তি ফিরেছিল সীমান্তবাসীদের মনে। তবে আজ সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত ফের গোলাগুলির শব্দে কেপে উঠে ঘুমধুমের তুমব্রু, বাইশপারি এলাকা। ফলে এ বিষয়টি নিয়ে ফের আতঙ্ক দেখা দিয়েছে জনমনে। মিয়ানমারের সরকারি সেনাবাহিনীর বেদখল হয়ে যাওয়া এলাকাগুলো পুনঃদখলে নিতে এই যুদ্ধ চলছে বলে ধারণা করা হচ্ছে।
ঘুমধুম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্য মো. আলম ঢাকা মেইলকে জানান, কয়েক দিন বন্ধ থাকার পর আজ সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত ৩ নম্বর ওয়ার্ড বাইশপারি এলাকার ৩৬ নম্বর সীমান্ত পিলার সংলগ্ন মিয়ানমারের এলাকা থেকে কখনও ব্যাপক ভারী গোলাবর্ষণ, আবার কখনও থেমে থেমে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ঘুমধুম ইউপি চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ ঢাকা মেইলকে জানান, সকালে ঘুমধুম সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তর থেকে ভারী গোলাবর্ষণের শব্দ শোনা গেছে। তবে তিনি ইউনিয়নের বাইরে থাকায় বিস্তারিত পরে জানাতে পারবেন বলে জানান।