বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত আবারও কেঁপে উঠেছে গোলাগুলির শব্দে। বাংলাদেশের অভ্যন্তরের বসতবাড়ির উঠানে এসে পড়েছে রাইফেলের গুলি। মিয়ানমার সেনাবাহিনীর গোলাবর্ষণে আতঙ্কে রয়েছে স্থানীয়রা।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেল থেকে সীমান্তে গোলাগুলির শব্দ শুনতে পান স্থানীয়রা। হঠাৎ তুমব্রু কোনার পাড়া এলাকার সিএনজি চালক শাহজাহানের বাড়ির উঠানে এসে পড়ে একটি রাইফেলের গুলি। ঘটনার পর থেকে এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। পরে টহলরত বিজিবিকে খবর দিলে তারা এসে গুলিটি নিয়ে যায়। গুলি এসে পড়লেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছেন ঘুমধুম ইউপি চেয়ারম্যান।
এছাড়া, এলাকার বসবাসরত সবাইকে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে এবং বিজিবির টহল অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। গেলো কয়েকদিন ধরেই নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্ত এলাকায় বিমান থেকে গোলাবর্ষণ করেছে মিয়ানমার সেনাবাহিনী।