ইসির সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং অ্যাকসেস টু সার্ভিসেসের (আইডিইএ) প্রকল্পের মাধ্যমে ৯ কোটি ৮ লাখ ৭ হাজার ৭৭৪টি স্মার্ট কার্ড ক্রয় করা হয়। এর মধ্যে বিভিন্ন কারণে নষ্ট হয়েছে ১৬ লাখ ৫৪ হাজার ৬২১টি স্মার্ট কার্ড। আর ভালো বা ব্যবহার করা যাবে এমন ব্লাংক স্মার্ট কার্ডের সংখ্যা ৮ কোটি ৯১ লাখ ৫৩ হাজার ১৫৩টি।
এ ব্যাপারে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর ঢাকা মেইলকে বলেন, নষ্ট স্মার্ট কার্ডের পুরো তথ্যটা আমার জানা নাই। আমাকে জানতে হবে। তবে আমাদের প্রায় ৯ কোটি মতো স্মার্ট কার্ড ক্রয় হয়েছে এর মধ্যে নানা কারণে বেশ কিছু স্মার্ট কার্ড নষ্ট হয়ে থাকতে পারে। একবারে যে সব নষ্ট তা কিন্তু নয়। এখানে কিছু স্মার্ট কার্ড প্রিন্ট করে ব্যবহার করা যাবে আবার কিছু ব্যবহার করা যাবে না।
ইসি সূত্র জানায়, সবশেষে হালনাগাদ অনুযায়ী দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন। যার মধ্যে স্মার্ট কার্ড পেয়েছেন ছয় কোটি ৯১ লাখ ৪৯ হাজার ৩৪৯ জন। আর এখনো এই সেবার বাইরে রয়েছেন পাঁচ কোটি ২৭ লাখ ৮১১ জন।
২০১৬ সালের ৩ অক্টোবর স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম শুরু করেও ৮ বছরের বেশি সময় অতিবাহিত হলেও দেশের সব নাগরিকের হাতে স্মার্ট কার্ড তুলে দিতে পারেনি সংস্থাটি।