নতু বছরের শুরুতেই বাংলাদেশ জাতীয় পুরুষ ফুটবল দল মুখোমুখি হবে ভারতের। এশিয়া কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ২৫ মার্চ অনুষ্ঠিত হবে ম্যাচটি। আসন্ন এই ম্যাচ দিয়েই লাল-সবুজের জার্সিতে মাঠে নামতে পারেন হামজা চৌধুরি।
আর হংকংয়ের সঙ্গে এশিয়ান কাপ বাছাইয়ের দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৯ ও ১৪ অক্টোবর। ঢাকা এবং হংকংয়ে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। এছাড়া এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের হোম ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৮ নভেম্বর।
এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ ছাড়াও নতুন বছরে আছে সিনিয়র সাফ চ্যাম্পিয়নশিপ। এ টুর্নামেন্টের ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। তবে জুন-জুলাইয়ে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে পারে। এছাড়া জাতীয় দলের ম্যাচ খেলার সুযোগ রয়েছে ফিফা উইন্ডোতে। বছরের শুরুতেই ১৭ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত আছে ফিফা উইন্ডো। এছাড়া ২ থেকে ১০ জুন। ফিফা উইন্ডো পাবে বাংলাদেশ। বছরের বাকি উইন্ডোগুলো ২ থেকে ১০ সেপ্টেম্বর, ৬ থেকে ১৪ অক্টোবর ও ১০ থেকে ১৮ নভেম্বর।
এশিয়ান কাপ বাছাইয়ে পুরুষদের মতো নারী ফুটবলেও ম্যাচ রয়েছে। ২৩ জুন-৫ জুলাই অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। এর আগে ছরের প্রথম ফিফা উইন্ডোতে নারী দলের বেশ কয়েকটি ম্যাচ খেলার সুযোগ রয়েছে।