গতকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে সামাজিকমাধ্যমে প্রকাশ করা একটি স্টোরিতে সিনেমার কাজ নিয়ে ব্যস্ততার বার্তায় দিয়েছেন তিনি। যা দেখে অনেকে দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘দিনগুলো পেরিয়ে যাচ্ছে কাজ, ভ্রমণ আর বড়পর্দা নিয়ে নতুন স্বপ্নে ঘেরা এক ঘূর্ণিপাকে। এর বিহাইন্ড দ্য সিনে চলছে নিরবচ্ছিন্ন ছুটে চলা। নতুন সিনেমার পরিকল্পনা থেকে শুরু করে আবারও সাহসী নতুন উদ্যোগ নেওয়া।’
আমেরিকাতে কোন সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছে তা স্পষ্ট করে কিছুই জানানি অভিনেতা। তবে ইঙ্গিত দিয়েছে দর্শকদের জন্য বড় ধামাকা অপেক্ষা করছে। শাকিবের ভাষ্য, ‘বিশ্বাস করুন এটা শুধুই নীরবতা নয়। এটা অনেকটা আসন্ন ঝড়ের পূর্বে সুনসান নীরবতার মতো অবস্থা। তাই নতুন কিছু নিয়ে শিগগির ফিরে আসছি। যা হবে আগের চেয়ে আরও স্মরণীয় এবং আইকনিক। সবার জন্য ভালোবাসা রইলো।’
এদিকে নির্মাতা আসিফ আকবরের সিনেমায় শুটিং করার কথা রয়েছে শাকিব খানের। যদিও এ বিষয়ে এখনও চূড়ান্ত নয়। জানা গেছে ‘মাসুদ রানা’ সিরিজ নিয়ে সিনেমা বানাবেন আসিফ। সেই সিনেমাতে দেখা যেতে পারে শাকিব খানকে।
বলে রাখা ভালো, দেশ ছেড়ে আমেরিকায় পাড়ি দেওয়ার কিছুদিনের মধ্যে মার্কিন মুলুকে গিয়ে হাজির হন অভিনেতার প্রাক্তন স্ত্রী শবনম বুবলী। বুবলীর সঙ্গে ছিল শাকিবের ছোট ছেলে শেহজাদ খান বীর। সম্প্রতি আমেরিকা থেকেই বাবা ছেলের খুনসুটির মুহূর্ত গুলো সামাজিকমাধ্যমে ভাগ করে নিয়েছেন বুবলী।