আগামী ১৭ ডিসেম্বর থেকে নতুন কারিকুলামে অষ্টম ও নবম শ্রেণির শ্রেণি-শিক্ষকদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম শুরুর কথা জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর। যা চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
সোমবার (১১ ডিসেম্বর) অধিদফতরের অধীন ডিসিমিনেশন অব নিউ কারিকুলাম স্কিমের পরিচালক প্রফেসর সৈয়দ মাহফুজ আলীর সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, যেহেতু এ সময়ের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণও চলমান থাকবে এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এর অংশ, তাই নির্বাচন কমিশন সচিবালয়ের সঙ্গে সমন্বয় করে নির্ধারিত তারিখ অনুযায়ী প্রশিক্ষণ কার্যক্রমটি সম্পন্ন করা হবে।
প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে ১৭-৩১ ডিসেম্বর পর্যন্ত উপজেলাগুলোতে ভেন্যু পরিদর্শনের জন্য কর্মকর্তাদের অফিস আদেশ জারি করে এক কপি ই-মেইলে ([email protected]) পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।
প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনের জন্য নির্বাচিত উপজেলাগুলোর নামসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের তালিকা আগামী ১৩ ডিসেম্বরের মধ্যে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।
মাউশি জানায়, ২০২৪ শিক্ষাবর্ষে অষ্টম ও নবম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে উপজেলা পর্যায়ে শ্রেণি-শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম ৯-১৫ ডিসেম্বর পর্যন্ত চলার কথা ছিল। প্রথম পর্যায়ে ইআইআইএনধারী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক প্রশিক্ষণ দেওয়ার কথা। জানুয়ারি মাসে সুবিধাজনক সময়ে দ্বিতীয় পর্যায়ে ইআইআইএনবিহীন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।