ষষ্ঠ এবং সপ্তম শ্রেণির নতুন কারিকুলামের ওপর জেলাপর্যায়ে প্রশিক্ষক তৈরির উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এজন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে অভিজ্ঞ করে তোলা হবে। বৃহস্পতিবার এ সংক্রান্ত জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
এতে বলা হয়েছে, নতুন জাতীয় শিক্ষাক্রম ২০২২ (ষষ্ঠ ও সপ্তম শ্রেণির) আলোকে মাধ্যমিক স্তরের (সাধারণ, মাদরাসা ও কারিগরি) প্রতিষ্ঠান প্রধানদের মাস্টার ট্রেইনার (প্রশিক্ষক) প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন। তালিকাভুক্ত প্রতিষ্ঠান প্রধানদের প্রশিক্ষণের জন্য এনসিটিবির প্রশিক্ষণ ম্যানুয়ালের কপি স্বারকের মাধ্যমে মাউশিতে পাঠানো হয়েছে।
এরই মধ্যে প্রশিক্ষক নির্বাচন কাজ শেষ হয়েছে বলে জানায় মাউশি। নির্দেশনায় বলা হয়, প্রশিক্ষণ ম্যানুয়াল অনুযায়ী প্রতিদিন একটি করে ব্যাচে চারদিনে প্রায় ছয়জন প্রশিক্ষককে অনলাইন ওরিয়েন্টেশন প্রদানে এনসিটিবি থেকে প্রয়োজনীয় সংখ্যক ফ্যাসিলিটেটরের ব্যবস্থা নেওয়া প্রয়োজন। জরুরিভিত্তিতে ওরিয়েন্টেশনের তারিখ ও ফ্যাসিলিটেটর নির্ধারণ করে তা জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।