ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে বৈঠক করার পর বাংলাদেশের ওয়ানডে দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তামিম ইকবাল। এরপর থেকে গুঞ্জন ছিল কে হতে যাচ্ছেন নতুন অধিনায়ক। আসন্ন বিশ্বকাপের আগে তামিমের সরে যাওয়া দলের জন্য বড় এক ধাক্কা হয়ে দাঁড়ায়। তবে বিসিবি তাদের নয়া অধিনায়ক বেছে নিতে সময় নিচ্ছে। আজ মিরপুরে জরুরি বোর্ড সভা শেষে নতুন অধিনায়কের নাম ঘোষণা করেনি টাইগার ক্রিকেট বোর্ড।
বোর্ড মিটিং শেষে সাংবাদিকদের বিসিবির ক্রিকেট অপারেসন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, আগামী ১২ আগস্টের ভেতর ওয়ানডের নতুন অধিনায়কের নাম ঘোষণা করবে বিসিবি।
জালাল ইউনুস বলেন, ‘আজকে আমাদের জরুরী মিটিং ছিল। মিটিংয়ে একটাই এজেন্ডা ছিল ক্যাপ্টেন্সির ব্যাপারে। মূলত এশিয়া কাপের অধিনায়ক আজকের মধ্যে নির্বাচনের কথা ছিল। আমরা আজকে বোর্ড সভায় বসেছিলাম। আমরা বোর্ডের সবাই মাননীয় সভাপতিকে ক্যাপ্টেন নির্বাচনের জন্য উনাকে দায়িত্ব দিয়েছি। যে কয়েকজন সম্ভাব্য প্রার্থী আছে তাদের সঙ্গে কথা বলে তিনি সিদ্ধান্ত নেবেন। আশা করছি আমরা আগামী ২-৩ দিনের মধ্যে ১২ আগস্টের আগে আমাদের যে ডেডলাইন আছে এর আগেই আমরা জানিয়ে দেব।’
অধিনায়কত্ব নিয়ে নতুন কোন চমক থাকছে না। জালাল ইউনুস জানিয়েছেন সম্ভাব্য তালিকায় নাম আছে সাকিব আল হাসান, লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। তাদের মধ্য থেকেই একজন আপাতত এশিয়া কাপের জন্য অধিনায়ক হবে।
সম্ভাব্য অধিনায়কদের প্রসঙ্গে খোলাসা করে জালাল ইউনুস বলেছেন, ‘আপনারা জানেন যে সম্ভাব্য তালিকায় সাকিব আছে, লিটন আছে, মিরাজ আছে। এই নামগুলোই উঠে এসেছে। আপনারাও নামগুলো জানেন এদের সঙ্গেই মূলত আলোচনা করা হবে।’