ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়ার দিন বিক্ষুদ্ধ জনতা ধানমন্ডি-৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল। ছয়মাস পর পালিয়ে যাওয়া শেখ হাসিনার অনলাইনে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ছাত্র-জনতা ফের এই বাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি অগ্নিসংযোগ করেছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এই ভাংচুর শুরু হয়। পরে উপরের দিকে আগুন দেওয়া হয়। সেখানে ছাত্র-জনতাকে হাসিনাবিরোধী স্লোগান দিতেও দেখা যায়।
এ সময় ভবনের দ্বিতীয় তলা এবং ছাদে আগুন জ্বলতে দেখা যায়। এই ঘটনাটি শেখ হাসিনার অনলাইন ভাষণ দেওয়ার ঘোষণা আসার পরেই ঘটতে থাকে, যা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘বুলডোজার মিছিলের’ এক অংশ ছিল। ছাত্ররা গেট ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে এবং লাঠি, রড ও শাবল হাতে ভাঙচুর চালায়।
এদিকে, ধানমন্ডি এলাকায় পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হলেও সেখানে খুব বেশি পুলিশ উপস্থিতি দেখা যায়নি। রাস্তার ওপর দুটি পুলিশ ভ্যান দেখা গেলেও, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা তেমন ছিল না।