বেসরকারি খাতের সেরা ব্যাংক ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে বাংলাদেশের ব্র্যাক ব্যাংক। এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস এম তমাল পারভেজ পেয়েছেন সেরা চেয়ারম্যানের পুরস্কার। বিমা খাতে সেরা হয়েছেন ন্যাশনাল লাইফের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজিম উদ্দিন। ব্যাংক খাতে আউটস্ট্যান্ডিং লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন ইউনিয়ন ব্যাংকের বিনিয়োগ ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের প্রধান আবদুল কাদের। এ ছাড়া সেরা উৎপাদনশীল কোম্পানি শ্রেণিতে পুরস্কার পেয়েছে কেপিসি ইন্ডাস্ট্রিজ, এক্সপো এক্সেসরিজ ও টাচ ট্রেড ইন্টারন্যাশনাল। বিশেষ শ্রেণিতে পুরস্কার পেয়েছেন প্রাণ গ্রুপের মহাব্যবস্থাপক সৈয়দ মোহাম্মদ সারোয়ার হোসেন ও চ্যারিটি বাংলাদেশ।
আর্থিক খাতে আউটস্ট্যান্ডিং মানবসম্পদ বিভাগ শ্রেণিতে পুরস্কার পেয়েছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পরিচালক শাহ আলম। রূপবিশেষজ্ঞ বা বিউটিশিয়ান হিসেবে আউটস্ট্যান্ডিং অ্যাওয়ার্ড পেয়েছেন ফারজানা ইসলাম। বেসরকারি সংস্থা শ্রেণিতে পেয়েছে শাপলা সমাজ উন্নয়ন সংস্থা এবং শিক্ষা শ্রেণিতে গাইবান্ধার বোনারপাড়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের গণিত বিভাগের শিক্ষক মোকসেদা পারভেজ।