গ্যাসের দাম বাড়ানোর পাঁয়তারা ও নিত্যপণ্যের মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে উদ্বেগ প্রকাশ করেছে গণফোরাম (একাংশ)। সোমবার (৩১জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে গণফোরাম একাংশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টু ও সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী এক যৌথ বিবৃতিতে এই উদ্বেগ জানান।
তারা বলেন, সরকার ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধির মাধ্যমে জনগণের ওপর অত্যাচারের স্টিমরোলার চালানোর দুঃসাহস দেখাচ্ছে। এগুলো কার স্বার্থে? কার অবৈধ থলে ভর্তি করতে এই পরিকল্পনা হাতে নিয়েছে? এ অবৈধ সরকারের জনগণকে নিষ্পেষিত করার অযৌক্তিক পরিকল্পনা দেশবাসী মানবে না।
গণফোরাম নেতারা বলেন, অবৈধভাবে নিশি রাতের ভোটে ক্ষমতা দখল করা সরকারের যে একগুয়েমি চরিত্র তার সবগুলোই প্রকাশ করেছে ক্ষমতাসীন কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকার। পাশাপাশি সব নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি জনজীবনে নাভিশ্বাস উঠিয়েছে। আমরা বিশ্বাস করি একটি জনপ্রতিনিধিত্বমূলক সরকার ছাড়া জনজীবনের এইসব দুর্গতির সমাধান সম্ভব নয় এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে জাতীয় ঐক্যমতের সরকারের বিকল্প নেই।