চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় হ্যাটট্রিক দেখলো ক্রিকেট বিশ্ব। আইরিশ বাঁহাতি পেসার জশ লিটল এই রেকর্ডের খাতায় লেখালেন নিজের নাম।
আজ সুপার টুয়েলভে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড। অ্যাডিলেডে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবির্নি। ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাট করতে থাকে কিউই ব্যাটাররা। ঝড়ো ব্যাটিং করে ১৮ বলে ৩২ রান করে সাজঘরে ফেরেন ফিন অ্যালেন। এরপর কনওয়েকে সাথে নিয়ে ৪৪ রানের জুটি গড়েন অধিনায়ক উইলিয়ামসন। ২৮ রান করে কনওয়ে ফিরলেও ম্যাচের হাল ধরেন উইলিয়ামসন ও ড্যারেল মিচেল।
তবে ম্যাচের উনিশতম ওভারে চমক দেখান আইরিশ বাঁহাতি পেসার জশ লিটল। ওভারের দুই,তিন ও চার নম্বর বলে কিউই তিন ব্যাটারের উইকেট নিয়ে পূর্ণ করেন হ্যাটট্রিক। ফেরান দারুণ খেলতে থাকা উইলিয়ামসনকে। তার সাথে সাজঘরের পথ ধরেন জেমি নিশাম ও মিচেল স্যান্টনার। তার এই কীর্তিতে প্রথম রাউন্ডে শ্রীলঙ্কার বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতের কার্তিক মেয়াপ্পনের পর দ্বিতীয় হ্যাটট্রিক দেখল ক্রিকেটপ্রেমীরা।
সবশেষ নিউজিল্যান্ড নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে তোলে ১৮৫ রান।