কিছুদিন ধরে ক্রিকেটের বাইরে কোহলি। খেলেননি ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজেও। এরই মধ্যে গুঞ্জন শোনা যাচ্ছে, ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে কোহলির ওপর আস্থা হারাচ্ছে বিসিসিআই। এমনই এক প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম।
কোহলিকে নিয়ে এমন যুক্তি মানতে পারেননি রোহিত। সামাজিক যোগাযোগ মাধ্যকে আজাদ লিখেছেন, বিসিসিআইয়ের সচিব জয় শাহার সঙ্গে কথাও বলেছেন রোহিত, ‘কোহলিকে আমার দলে চাই। এবং কোহলি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে, এটা দল নির্বাচনের আগে ঘোষণা দিতে হবে।’
একই সঙ্গে জয় শাহাকে নিয়েও প্রশ্ন তুলেছেন ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার, ‘এসব বিষয়ে জয় শাহ কেন মাথা ঘামাচ্ছেন? উনি তো নির্বাচক নন। এই দায়িত্ব অজিতকেই (নির্বাচক) দেওয়া উচিত। সে অন্য নির্বাচকদের সঙ্গে আলোচনা করুক। তাদের বোঝাক যে, টি-টোয়েন্টি দলে কোহলিকে প্রয়োজন নেই!’
এমনকি কোহলিকে বোঝানোর জন্য ১৫ মার্চ পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল আগরকরকে। কিন্তু তিনি কোহলিকে বাদ দিয়ে দল গঠনের বিষয়টি মেনে নিতে পারেননি বলেও জানিয়েছেন আজাদ। এছাড়া ভারতীয় কিছু গণমাধ্যমের তথ্য অনুসারে, আইপিএলে কোহলি কেমন করছে তার ওপর নির্ভর করবে তার বিশ্বকাপ খেলার ভাগ্য। আইপিএলের আসন্ন আসর শুরু হবে ২২ মার্চ। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়াবে জুনে।