২২ বছর ধরে দেশ নাটকের হয়ে মঞ্চে অভিনয় করছেন ফাহিম মালেক। এবার দেশ নাটকের হয়ে প্রথমবারের মতো এলেন নির্দেশনায়। ফাহিম মালেক বলেন, এখানে নাটকের নাম ‘পারাপার’ হওয়ার কারণ হচ্ছে, নাটকের প্রধান চরিত্র চিনু গায়েন। যে কিনা আসলে গায়েন রূপে নারী পাচারকারী। অনেকেই আছেন, শিল্পকে লেবাস হিসেবে ব্যবহার করে আড়ালে অপকর্ম করেন। এটিকে তিনি বলছেন, ‘শিল্পের আড়ালে শকুন।’ নাটকে অনেকগুলো গান ব্যবহার করেছেন নির্দেশক। গানে গানে গল্পটা বলতে চেয়েছেন তিনি।
‘পারাপার’ দেশ নাটকের ২৪তম প্রযোজনা। বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন কামাল আহমেদ, অসীম কুমার নট্ট, কাজী রাজু, গোলাম মাহমুদ, আশরাফুল আশীষ, মাঈন হাসান, আরিফ হক, কাজী লায়লা বিলকিস, সোমা ফেরদৌসী, ইসমত জেরিন, তানহা, ব্রততী, ইব্রাহিম, লিমন, শাহেদ, সজীব, সবুজ, বাদশা, নাঈম, নাইমুর, নাভিদ, সাজ্জাদ, শামীম প্রমুখ। পোশাক পরিকল্পনা করেছেন সাজিয়া আফরিন, মঞ্চ পরিকল্পনায় ছিলেন কাজী কোয়েল।