দেশ ছাড়ার আগে বুধবার মিরপুরে বিশ্বকাপের ফটোসেশনের পর ইমরান বলেন, ‘বোর্ড প্রেসিডেন্ট, নারী উইংয়ের চেয়ারম্যান, তারা সবাই নারী ক্রিকেট নিয়ে কাজ করছেন। আমাকে সাহায্য করছেন। সে হিসেবে বলবো সামনে নারী ক্রিকেটের সুদিন আসছে। আমি আশা করছি নারী ক্রিকেট দ্রুত উন্নতি করবে। শুধু তিন দিনের খেলা না, সব ধরণের খেলাই খেলতে হবে।’
‘আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে অস্ট্রেলিয়া হোক, যে-ই হোক আমরা আমাদের খেলাটা খেললে আমরা মনে করি না যে অস্ট্রেলিয়ার বিপক্ষে, ওরা অন্তত ভয় পাবে যে আমরা বাংলাদেশ টিমের যে গ্রুপ, ওই গ্রুপে পড়ছি। মালয়েশিয়ায় যেহেতু আমরা খেলেছি, ওখান থেকে আমরা সুবিধা পাব।’
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এবারের আসরে ‘ডি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। বিশ্বকাপে খেলতে মালয়েশিয়া যাওয়ার আগে শ্রীলঙ্কাতে প্রস্তুতি হিসেবে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দলের সঙ্গে চারটি টি-টুয়েন্টি খেলবে টিম টাইগ্রেস দলটি। ৩-৯ জানুয়ারি হতে চলা সিরিজটি খেলতে বৃহস্পতিবার দুপুর একটা দেশ ছাড়বে সুমাইয়া আক্তারের দল।
সিরিজ শেষে মালয়েশিয়ায় গিয়ে ১৮ জানুয়ারি নেপাল, ২০ জানুয়ারি অস্ট্রেলিয়া এবং ২২ জানুয়ারি গ্রুপপর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশের মেয়েরা।