দেশে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। এই ধারা অব্যাহত থাকলে ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা বিশেষজ্ঞদের। তাই কোভিড মোকাবিলায় স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি পরামর্শ দেয়া হচ্ছে চিকিৎসকের কথা মতো ওষুধ সেবনের। অন্যথায় রোগ পরবর্তী জটিলতায় দেখা দিতে পারে নতুন সংকট। জ্যামিতিক হারে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। সেই সাথে দীর্ঘ হচ্ছে কোভিডে মৃতের তালিকাও। জরিপ বলছে সংক্রমণের বেশিরভাগই ডেল্টা ভ্যারিয়েন্ট। যা এখন পর্যন্ত সবচেয়ে ভয়াবহ ধরন। বাড়তি রোগীর চাপে রাজধানীর হাসপাতালগুলো। কোভিড চিকিৎসায় বিশ্বব্যাপী চলছে নানান গবেষণা। চিকিৎসা প্রটোকলেও এসেছে পরিবর্তন।
কোভিডের মুখে খাওয়ার ঔষধ নিয়েও আশাবাদী কেউ কেউ। তবে সবার জন্য তা প্রযোজ্য নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। অ্যান্টিবায়োটিকসহ অন্য ওষুধের মতো মলনুপিরাভির বিক্রি হচ্ছে হরহামেশা। পেসক্রিপশন ছাড়াই মিলছে ইচ্ছে মতো সংখ্যা। চিকিৎসকরা বলছেন, ইচ্ছে মতো অ্যান্টিভাইরাল ওষুধ খাওয়ার ফল ভালো নয়। বরং হিতে বিপরীত হওয়ার আশঙ্কা রয়েছে। দেশে পহেলা জানুয়ারি করোনার নতুন সংক্রমণ ছিল ৩৭০ জন। মাত্র ১৯ দিনের ব্যবধানে তা সাড়ে ৯ হাজার ছাড়িয়ে গেছে।